মেসিকে না খেলিয়ে হার, অনুতাপ নেই বার্সা কোচের

স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে হারের পরও নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকে যথার্থ বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2019, 10:43 AM
Updated : 24 Jan 2019, 11:13 AM

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় বুধবার ২-০ গোলে হারে ভালভেরদের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন সেভিয়ার স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া ও ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের।

সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে কাতালান ক্লাবটির এটি চতুর্থ পরাজয়। মেসির বিশ্রাম প্রয়োজন ছিল বলে সংবাদ সম্মেলনে জানান ভালভেরদে।

“এজন্য আমার কোনো অনুশোচনা নেই। আমার যা করতে হতো, আমি তাই করেছি।”

“আমাদের অপেক্ষা করতে হবে। আজ (বুধবার) আমি একাদশে পরিবর্তন আনলাম। আমি মনে করেছিলাম, এটাই সবচেয়ে ভালো দল ছিল। আর যখন আপনি দলে পরিবর্তন আনেন, তখন ঝুঁকি নিচ্ছেন তা আপনি জানেন।”

“জিতলে আপনি সঠিক। আর যদি হারেন তবে ঠিক নন।”

আগামী বুধবার কাম্প নউয়ে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে মাঠে নামবে কোপা দেল রের টানা চারবারের চ্যাম্পিয়নরা।