আগুয়েরোর গোলে জিতে ফাইনালে সিটি

প্রথম লেগের বিশাল জয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি পর্বেও বার্টন অ্যালবিওনকে হারিয়ে ইংলিশ লিগ কাপের শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 09:58 PM
Updated : 23 Jan 2019, 09:58 PM

বার্টন অ্যালবিওনের মাঠে বুধবার রাতে সের্হিও আগুয়েরোর গোলে ১-০ ব্যবধানে জেতে সিটি। প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৯-০ ব্যবধানে জিতেছিল প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।

শুরুর দিকে রিয়াদ মাহরেজের লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ হতে হয় সিটিকে। পঞ্চদশ মিনিটে সতীর্থের ফ্রি কিকে উইলো বয়েসের ব্যাক হিল গোলরক্ষক ফেরালে এগিয়ে যাওয়া হয়নি বার্টনেরও।

তৃতীয় সারির দলটির বিপক্ষে ২৬তম মিনিটে এগিয়ে যায় সিটি।  কেভিন ডি ব্রুইনের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে মাহরেজ ব্যাক পাস দেন আগুয়েরোকে। চলন্ত বলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট চোখের পলকে জাল খুঁজে নেয়। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আগুয়েরোর এটি ১৫তম গোল।

৫৪তম মিনিটে গোলমুখ থেকে দুর্বল শটে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করেন ক্রিস্টিয়ান ডেলফ।

৬৩তম মিনিটে আগুয়েরোকে তুলে নিয়ে গাব্রিয়েল জেসুসকে নামান পেপ গুয়ার্দিওলা। শেষ দিকে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করেন প্রথম লেগে চার গোল করা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ফাইনালে সিটি মুখোমুখি হবে বৃহস্পতিবার অপর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়া চেলসি-টটেনহ্যাম হটস্পারের মধ্যের জয়ী দলের বিপক্ষে। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতে ফাইনালের পথে কিছুটা এগিয়ে আছে টটেনহ্যাম।