পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন ছাড়লেন বোল্ট

২০১৭ সালে ট্র্যাককে বিদায় বলার পর পেশাদার ফুটবলার হওয়ার পথে পা বাড়িয়েছিলেন জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। তবে স্বপ্ন পূরণের আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অলিম্পিকে আটটি সোনা জয়ী এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 12:35 PM
Updated : 23 Jan 2019, 12:35 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তার এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের অগাস্টে অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে ট্রায়াল দেওয়ার আগে বুন্ডেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ডসহ কয়েকটি ক্লাবের সঙ্গে অনুশীলন করেন বোল্ট। একটি প্রাক-মৌসুম ম্যাচে মেরিনার্সের হয়ে দুটি গোলও করেন বিশ্বের দ্রুততম মানব।

টানা তিনটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনাজয়ীর প্রতিনিধিদের উদ্বৃতি দিয়ে গত অক্টোবরে বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, বোল্টকে চুক্তির প্রস্তাব দিয়েছে মেরিনার্স।

তবে প্রস্তাবের শর্ত না মানায় নভেম্বরে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দলটির সঙ্গে বোল্টের চুক্তি হয়নি। মাঝে মাল্টা লিগের চ্যাম্পিয়ন ভেলেটার একটি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ৩২ বছর বয়সী এই ক্রীড়াবিদ।