অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। শেষ আটে সহজেই যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোকে হারিয়েছেন স্পেনের এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 01:36 PM
Updated : 22 Jan 2019, 01:38 PM

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় মঙ্গলবার কোনো প্রতিরোধই গড়তে পারেননি অবাছাই টিয়াফো। ৬-৩, ৬-৪, ৬-২ গেমে ম্যাচ জেতেন নাদাল।

সেমি-ফাইনালে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের প্রতিপক্ষ চতুর্থ রাউন্ডে রজার ফেদেরারকে হারিয়ে চমক দেখানো গ্রিসের স্তেফানোস সিৎসিপাস।

শেষ আটে স্পেনের রবের্তো বাউতিস্তার বিপক্ষে সোয়া তিন ঘন্টার লড়াইয়ে ৭-৫, ৪-৬, ৬-৪, ৭-৬ গেমে জেতেন ২০ বছর ১৬৮ দিন বয়সী সিৎসিপাস। ২০০৭ সালে ইউএস ওপেনে নোভাক জোকোভিচের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন তিনি। আর অস্ট্রেলিয়ান ওপেনে ২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর সিৎসিপাসই শেষ চারের কনিষ্ঠতম খেলোয়াড়।

রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারকে হারিয়ে নিজ দেশের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে ওঠার কীর্তি গড়েছিলেন সিৎসিপাস। দারুণ এই পথচলায় এবার গড়লেন নতুন ইতিহাস।

মেয়েদের এককে সেমি-ফাইনালে পৌঁছেছেন চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভা। ষষ্ঠ বাছাই ২৮ বছর বয়সী কেভিতোভা কোয়ার্টার-ফাইনালে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি ব্যার্টিকে।