পেনাল্টিতে রোনালদোর ব্যর্থতাকে স্বাভাবিক ধরছেন আল্লেগ্রি

সেরি আয় কিয়েভোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে আছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। ব্যক্তিগত সাফল্য বা ব্যর্থতার চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 09:49 AM
Updated : 22 Jan 2019, 09:49 AM

ইউভেন্তুস স্টেডিয়ামে সোমবার ম্যাচটি ৩-০ গোলে জেতে সেরি আর টানা সাতবারের চ্যাম্পিয়নরা। দিয়েগো কস্তা ও এমরে কানের নৈপুণ্যে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কস্তার শটে এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইউভেন্তুস। তবে রোনালদোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্তেফানো সরেন্তিনো।

এই জয়ে লিগের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা নাপোলির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা আল্লেগ্রির দল। দলীয় অর্জনকেই বড় করে দেখছেন আল্লেগ্রি।

“পেনাল্টি থেকে গোল করতে না পারার ঘটনা ঘটতেই পারে।”

“আমি মনে করি না যে এই প্রথম রোনালদো তার ক্যারিয়ারে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, শেষ পর্যন্ত দল ম্যাচটা জিতেছে।”

“প্রথমার্ধে সে গোল করার জন্য বড্ড বেশি তাড়াহুড়ো করছিল। বিরতির পর যখন স্বাভাবিক ফুটবল খেলল, তখন সে গোলের দুই থেকে তিনটি ভালো সুযোগ পেল।”

চলতি মৌসুমে সেরি আয় এ পর্যন্ত ফাবিও কুয়াইয়েরেল্লার সমান সর্বোচ্চ ১৪ গোল করেছেন ৩৩ বছর বয়সী রোনালদো।