বার্সায় যোগ দিয়ে স্বপ্ন পূরণ বোয়াটেংয়ের

বার্সেলোনায় যোগ দিয়ে স্বপ্ন পূরণের আনন্দ অনুভব করছেন ঘানার আক্রমণাত্মক মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2019, 08:14 AM
Updated : 22 Jan 2019, 08:14 AM

গত সোমবার সেরি আর দল সাস্সুয়োলো থেকে চলতি মৌসুমের বাকিটা সময়ের জন্য ধারে বোয়াটেংয়ের যোগ দেওয়াটা নিশ্চিত করে বার্সেলোনা। চুক্তি অনুযায়ী চাইলে বোয়াটেংকে ৮০ লাখ ইউরোতে কিনে নিতে পারবে স্পেনের দলটি।

লা লিগায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসছেন বোয়াটেং। এসি মিলান ও টটেনহ্যাম হটস্পারে খেলা ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১৬-১৭ মৌসুমে খেলেছিলেন স্পেনের আরেক দল লাস পালমাসে।

নতুন মিশন নিয়ে আশাবাদী বোয়াটেং বার্সা টিভিকে জানান স্বপ্ন পূরণের আনন্দের কথা।

“আমি খুবই খুশি। এখানে আসতে পারা এবং এই বড় ক্লাবের হয়ে খেলার সুযোগ পাওয়াটা অনেক বড় সম্মানের।”

“আমি মনে করি, ফুটবল খেলা শুরু করা সব শিশুরই বার্সেলোনার মতো একটা ক্লাবে খেলার স্বপ্ন থাকে। সব খেলোয়াড়েরও একই স্বপ্ন থাকে এবং বিশেষ করে আমার কাছে এটা বড় একটা স্বপ্ন পূরণ।”