চোট পেয়ে মাঠের বাইরে বার্সার দেম্বেলে

বাঁ পায়ের গোড়ালির গাঁটে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 04:12 PM
Updated : 21 Jan 2019, 04:12 PM

রোববার লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ২১ বছর বয়সী এই ফুটবলার। পরে সোমবার এক বিবৃতিতে দেম্বেলের গোড়ালির গাঁটে চোট পাওয়ার কথা জানায় লা লিগা চ্যাম্পিয়নরা।

কাম্প নউয়ে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে প্রথমার্ধে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড।

২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে কাম্প নউয়ে পাড়ি জমানোর পর চলতি মৌসুমের শুরুতে দেম্বেলের আচরণ অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তবে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে এ পর্যন্ত করেছেন ১৩ গোল।

সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের শেষ আটের দুই লেগ ছাড়াও লা লিগায় জিরোনা ও ভালেন্সিয়ার বিপক্ষে দেম্বেলে খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।