চুক্তি শেষেও রিয়ালে থাকতে চান মদ্রিচ

রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষেও ক্লাবটিতে থাকতে চান ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 01:38 PM
Updated : 20 Jan 2019, 01:38 PM

২০১৮ সালের ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড় সেরি আর ক্লাব ইন্টার মিলানে যোগ দিতে পারেন বলে চলতি মৌসুমে শুরুতে গুঞ্জন উঠেছিল। তবে ওই সময় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস তাকে এমন কোনো সম্ভাবনার বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেছিলেন বলে গত মাসে জানান মদ্রিচ। মাঝে নিজেও সান্তিয়াগো বের্নাবেউয়ে থেকেই অবসরের যাওয়ার ইচ্ছার কথা বলেছিলেন তিনি।

রিয়ালের সঙ্গে ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি আছে ৩৩ বছর বয়সী মদ্রিচের।

লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন মদ্রিচ। এই ম্যাচ শেষে জানান চুক্তি বাড়ানোর ইচ্ছার কথা।

“আমার চুক্তিতে দেড় বছর বাকি আছে এবং আমি শান্ত আছি, কারণ এটা লম্বা একটা সময়। আমার ইচ্ছা এখানে আরও বেশি সময় থাকার। এখানে প্রথম দিনে যেমন খুশি ছিলাম এখনও তেমনই আছি।”