৫০ গোলের মাইলফলক ছোঁয়া সালাহর প্রশংসায় ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলক ছোঁয়া মোহামেদ সালাহর ধারাবাহিকতায় মুগ্ধ লিভারপুল কোচ। সামনে নিয়মিত খেললে মিশরের এই স্ট্রাইকার আরও দ্রুত এই মাইলফলক ছুঁতে পারতেন বলেও বিশ্বাস ইয়ুর্গেন ক্লপের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 11:24 AM
Updated : 20 Jan 2019, 11:24 AM

অ্যানফিল্ডে শনিবার ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ ব্যবধানে হারানোর মাচে জোড়া গোল করেন সালাহ। এরই সঙ্গে লিগে নিজের ৭২তম ম্যাচে এসে ৫০ গোল স্পর্শ করেন গত মৌসুমে রোমা থেকে আসা এই ফরোয়ার্ড।

গত মৌসুমে লিগে ৩৪ গোল করে ‘গোল্ডেন বুট’ জেতা সালাহকে এ মৌসুমে আরও মাঝে খেলাচ্ছেন ক্লপ। লিগে চতুর্থ দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা সালাহকে প্যালেসের বিপক্ষে ম্যাচ শেষে প্রশংসায় ভাসান কোচ।

“বিশ্বমানের এক জন খেলোয়াড়ের এটা অসাধারণ অর্জন। গত কয়েক মাসে সঠিক লক্ষ্যে সে কয়েক ধাপ এগিয়েছে। অসাধারণ একটা সংখ্যা।”

“হয়তো সে আরও বেশি গোল করতো যদি আমি প্রায় সময়ই তাকে ডান উইংয়ে না খেলাতাম। আমার ভুল! কিন্তু না, খারাপ হয়নি। এটা আমাদের অনেক সাহায্য করেছে।”

২৩ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুর। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৬০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।