
নেইমার-এমবাপেদের গোলবন্যায় বিস্মিত পিএসজি কোচ
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2019 03:47 PM BdST Updated: 20 Jan 2019 03:47 PM BdST
নেইমার, কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য তা কতটা ভয়ঙ্কর হতে পারে তারই যেন সাক্ষী হলো গ্যাঁগো। এমনকি দলের খেলোয়াড়দের এমন গোল উৎসবে বিস্মিত পিএসজি কোচ টমাস টুখেলও।
গত সপ্তাহে এই গ্যাঁগোর কাছে হেরেই ফরাসি লিগ কাপ থেকে ছিটকে পড়েছিল পিএসজি। লিগ ওয়ানে শনিবার দলটিকে ৯-০ গোলে ভাসিয়ে মধুর প্রতিশোধ নেয় তারা। হ্যাটট্রিক করেন এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপে। জোড়া গোল করেন নেইমার। অন্যটি করেন বেলজিয়ামের ডিফেন্ডার তমা মুনিয়ে।
ঘরের মাঠে পিএসজির এটা সবচেয়ে বড় জয়। আগের রেকর্ডটি হয়েছিল ১২ মাস আগে, দিজোঁকে ৮-০ ব্যবধানে হারিয়েছিল নেইমাররা।
ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের প্রশংসায় বিস্মিত টুখেল বলেন, “আমার মনে হয় না, আগে কখনও আমি এমনটা দেখেছি- একটা লিগ ম্যাচে ৯-০।”
“আমরা সত্যিই গোল করতে চাচ্ছিলাম। আমরা দারুণ মানসম্পন্ন ফুটবল খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছিলাম এবং দারুণ আক্রমণাত্মকভাবে খেলেছি। অনেকগুলো আক্রমণ ছিল, ডি-বক্সে অনেক খেলোয়াড় ছিল। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম এবং আরও অনেক সুযোগ তৈরি করেছিলাম।”
“প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গোলের পর আমরা অনেক আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি। আমরা সহজ কিছু কাজ করেছি। আমরা খুব সন্তুষ্ট ও খুব খুশি।”
হ্যাটট্রিক করার পথে ঘরের মাঠে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া কাভানিও মধুর প্রতিশোধ নিতে পেরে ভীষণ খুশি।
“ফরাসি লিগ কাপ থেকে গ্যাঁগো আমাদেরকে ছিটকে দেওয়ার পর মূল বিষয়টা ছিল আজ রাতে তাদেরকে হারানো।”
“এই মাঠে ১০০ ও ১০১তম গোল করতে পেরে আমি খুব খুশি। আমি ক্লাবের ইতিহাসে ঢুকেছি এবং দলকে সাহায্য করতে আমি গোল করে যেতে চাই।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- চেলসিকে হারিয়ে এফএ কাপের শেষ আটে ইউনাইটেড
- ‘রোনালদোর জন্য বাড়তি সুবিধা নেই ইউভেন্তুসে’
- চট্টগ্রাম আবাহনীর সঙ্গে মোহামেডানের ড্র
- ফুটবল খেলাটা সহজ করে তোলে মেসি: দেম্বেলে
- ‘নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে পারে পিএসজি’
- নিজের রেকর্ডের চেয়ে দলের সাফল্যকে এগিয়ে রাখছেন এমবাপে
- এমবাপের গোলে পিএসজির জয়
সর্বাধিক পঠিত
- কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৯
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- ছেলে সন্তানের জন্ম দিলেন আইএসের শামীমা বেগম
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- স্মিথের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
- আরও ৩টি ব্যাংক অনুমোদন
- মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
- ‘বদিকে দিয়ে মাদক, শাজাহান খানকে দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব?’