রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে কৌশলী উত্তর এমবাপের

গ্যাঁগোকে উড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করার পর আবারও পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন কিলিয়ান এমবাপে। প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়েছেন ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 09:41 AM
Updated : 20 Jan 2019, 09:41 AM

গত শনিবার লিগ ওয়ানে নিজেদের মাঠে গ্যাঁগোকে ৯-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। এমবাপে ছাড়াও হ্যাটট্রিক করেন এদিনসন কাভানি। জোড়া গোল করেন নেইমার। অপর গোলটি তমা মুনিয়ের।

১৭ গোল নিয়ে লিগের গোলদাতার তালিকায় শীর্ষে থাকা এমবাপের প্রতি রিয়ালের আগ্রহ অনেক দিনের। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ২১টি।

২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের স্পেনে পাড়ি জমানোর সম্ভবনা নিয়ে ওঠা প্রশ্নে স্পেনের দৈনিক মার্কা ও এএসকে কৌশলী উত্তরই দিয়েছেন।

“আমি এখানে ভালো আছি কিন্তু ফুটবলে এবং ভবিষ্যতে (কি হতে পারে) আপনি কখনই জানেন না।”

“পিএসজিতে আমার বিষয়গুলো যেভাবে যাচ্ছে তাতে আমি খুবই খুশি।”

“পিএসজির সঙ্গে আমার ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং এখন অন্যকিছু নিয়ে ভাবার সময় নয়।”