ম্যানইউর জয়ে সুলশারের আরেকটি রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019 11:06 PM BdST Updated: 20 Jan 2019 12:02 PM BdST
মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে পথ হারানো ম্যানচেস্টার ইউনাইটেডকে যেন আমূল পাল্টে দিয়েছেন উলে গুনার সুলশার। দারুণ ছন্দে থাকা শিষ্যরা আরেকটি জয় পাওয়ায় দায়িত্ব নেওয়ার পর লিগে টানা ছয় জয়ের রেকর্ড গড়েছেন নরওয়ের এই কোচ।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার স্থানীয় সময় বিকালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ হারায় ইউনাইটেড।
১৯৪৬-৪৭ মৌসুমে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর লিগে প্রথম পাঁচ ম্যাচে জয় পেয়েছিলেন ম্যাট বাসবি। গত সপ্তাহে টটেনহ্যামকে ইউনাইটেড হারানোয় ৭০ বছরের বেশি পুরানো রেকর্ডটি স্পর্শ করেছিলেন সুলশার। আর ওই জয় দিয়েই সব প্রতিযোগিতা মিলিয়ে দায়িত্ব নেওয়ার পর টানা ছয় জয়ের রেকর্ড গড়েছিলেন ৪৫ বছর বয়সী এই কোচ। এবার গড়লেন লিগে টানা ৬ ম্যাচ জয়ের রেকর্ড।

চলতি লিগে শেষ পাঁচ ম্যাচে পগবার এটা পঞ্চম আর মোট অষ্টম গোল। মৌসুমে সব মিলিয়ে তার মোট গোল হলো ১০টি।
৪২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস র্যাশফোর্ড। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা তরুণ পর্তুগিজ মিডফিল্ডার দিয়োগো দালোতের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।
৭২তম মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় অতিথিরা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ফ্লিকে গোলটি করেন জার্মান মিডফিল্ডার পাসকাল গ্রস।

২৩ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৪।
দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ গোলে হারানো লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ফেব্রুয়ারির সেরা মেসি