সেভিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত বেনজেমা

গত রোববার আঙুল ভেঙে ছিটকে পড়া করিম বেনজেমা সেভিয়ার বিপক্ষে আসছে লিগ ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2019, 02:17 PM
Updated : 18 Jan 2019, 02:18 PM

গত রোববার লা লিগায় রিয়াল বেতিসের মাঠে ২-১ গোলে জেতা ম্যাচে বেকায়দায় ডান হাতের উপর পড়ে যান বেনজেমা। ম্যাচের পর ফরাসি ফরোয়ার্ডের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে বলে জানিয়েছিলেন কোচ। তবে তার অস্ত্রোপচার দরকার কি-না, সে ব্যাপারে তখন নিশ্চিত কিছু বলতে পারেননি তিনি।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় সেভিয়ার বিপক্ষে খেলতে নামবে রিয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে এই ম্যাচের দলে বেনজেমাকে রাখার কথা জানান সোলারি।

“করিম কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছে। এটা তার ক্যারিয়ারের জন্য সমস্যা বলে আমাদের মনে হচ্ছে না। এই সপ্তাহান্তের ম্যাচের জন্যও না, ভবিষ্যতের জন্যও না।”

“সে ভালোভাবে অনুশীলন করেছে। সে ভালো বোধ করছে। অবশ্যই সে চোট না পেলে আমরা খুশি হতাম, তবে ঠিকই আছে।”

গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে সেভিয়ার মাঠে ৩-০ গোলে উড়ে যাওয়া রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ১০ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা।