ওজনিয়াকিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে শারাপোভা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2019 04:42 PM BdST Updated: 23 Jan 2019 12:17 AM BdST
অস্ট্রেলিয়ান ওপেনে গতবারের চ্যাম্পিয়ন কারোলিন ওজনিয়াকিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা। প্রত্যাশিত জয় পেয়েছেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও ২০০৯ সালের শিরোপাজয়ী রাফায়েল নাদাল।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন সাবেক ‘নাম্বার ওয়ান’ ডেনমার্কের ওজনিয়াকি। কিন্তু শেষ সেটে আর আটকাতে পারেননি শারাপোভাকে, দুই ঘন্টা ২৪ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে জেতেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রুশ তারকা।
২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন শারাপোভা চতুর্থ রাউন্ডে স্বাগতিক খেলোয়াড় অ্যাশলি বার্টির বিপক্ষে খেলবেন।


২৭তম বাছাই অস্ট্রেলিয়ার আলেক্সকে ৬-১, ৬-২, ৬-৪ গেমে হারান দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। আর অবাছাই যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটসকে ৬-২, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন এখানে ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরার।
চতুর্থ রাউন্ডে চেক রিপাবলিকের টমাস বের্দিচের মুখোমুখি হবেন গতবার কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়া নাদাল। আর রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে থাকা ফেদেরার পরের রাউন্ডে খেলবেন গ্রিসের স্তেফানোস সিৎসিপাসের বিপক্ষে।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়