দুর্বল পারফরম্যান্সেই লেগানেসের কাছে হার: সোলারি

স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় বুধবার রাতে ১-০ গোলে হারে রিয়াল। তবে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা রাখে সোলারির দল। গত সপ্তাহে প্রথম পর্বে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 11:31 AM
Updated : 17 Jan 2019, 11:31 AM

গ্যারেথ বেল, করিম বেনজেমা, থিবো কোর্তোয়াসহ নিয়মিত একাদশের অনেকে বাইরে থাকায় ম্যাচের প্রথমার্ধে উইঙ্গার হিসেবে খেলেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। শুরুর একাদশে ফেরেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। 
 
গত চার ম্যাচের দুটিতেই হারা রিয়াল এ দিন যথেষ্ট ভালো খেলেনি বলে সংবাদ সম্মেলনে মেনে নেন সোলারি। নিয়মিত খেলোয়াড়দের পরিবর্তে সুযোগ পাওয়াদের পারফরম্যান্সে অসন্তুষ্ট আর্জেন্টাইন এই কোচ।
 
“একটা দুর্বল পারফরম্যান্স, বিশেষ করে প্রথমার্ধে।”
 
“তাদের সবার ম্যাচ খেলার দরকার ছিল, তারা সেটা খেলল। আমরা পরের রাউন্ডে গেলাম, কিন্তু পারফরম্যান্স ছিল দুর্বল।”
 
“কখনও কখনও আমরা নতুন কিছু চেষ্টা করি। আর তা কাজে না এলে, আমরা সেগুলোর উন্নতি ঘটানোর চেষ্টা করি। আমাদের গভীরতার অভাব ছিল। আক্রমণে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকার মূল্য দিলাম আমরা।”