
‘আগামী মৌসুমেও বার্সায় থাকছেন ভালভেরদে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2019 10:18 PM BdST Updated: 16 Jan 2019 10:18 PM BdST
আগামী মৌসুমে এরনেস্তো ভালভেরদেই বার্সেলোনার কোচ হিসেবে থাকছেন বলে জানিয়েছেন কাতালান ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ।
লুইস এনরিকের বিদায়ের পর ২০০৭ সালের মে মাসে বার্সেলোনার সঙ্গে দুই বছরের প্রাথমিক চুক্তি হয় ৫৪ বছর বয়সী ভালভেরদের। চুক্তিতে এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। চলতি মাসের শুরুতে বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে স্প্যানিশ এই কোচ অনিশ্চয়তা প্রকাশ করলে গুঞ্জন শুরু হয়।
অবশ্য এসব গুঞ্জনে কান দিতে রাজি নন বার্তেমেউ। প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জেতানো ভালভেরদের উপর তাদের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন তিনি।
“আগামী মৌসুমে ভালভেরদেই বার্সেলোনার কোচ থাকবেন এতে আমাদের কোনো সন্দেহ নেই। অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আমরা তার সঙ্গে কথা বলব। এ ব্যাপারে আমরা একমত হয়েছি।”
“তিনি এমন একজন কোচ যার ওপর আমাদের অনেক আস্থা আছে। তিনি অসাধারণ কাজ করছেন। ভালভেরদে একজন বুদ্ধিমান মানুষ। তিনি বার্সেলোনার খেলার ধরনটা জানেন। আর তার দল পরিচালনার পদ্ধতি আমরা পছন্দ করি।”
চলতি মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভালভেরদের অধীনে এখন পর্যন্ত দারুণ ছন্দে এগোচ্ছে বার্সেলোনা। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আতলেতিকো মাদ্রিদ ৫ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- হামলার ব্যাপারে পাকিস্তানকে ‘উচ্চ মূল্য দিতে হবে’: ইরান
- নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- ঢাকার একাংশে ২৪ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ
- আরেকটি পরাজয়ে সিরিজও হারল বাংলাদেশ
- কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর মেজর নিহত
- মেসির গোলে জয়ে ফিরল বার্সা
- কুসল পেরেরার ব্যাটে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
- ১০২ ইয়াবা কারবারির আত্মসমর্পণ
- লড়াইয়ের জন্য স্কোর বোর্ডে রান চাইলেন মাশরাফি
- ইয়াবা: আত্মসমর্পণে বদির ভাই-বেয়াইসহ আট স্বজন