রোনালদো এখন ‘নিখুঁত যন্ত্র’

ইতালিয়ান সুপার কাপে মুখোমুখি হওয়ার আগে ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর ভূয়সী প্রশংসা করেছেন এসি মিলানের কোচ জেন্নারো গাত্তুসো। তার মতে, গত সাত-আট বছরে অবিশ্বাস্য এক ‘যন্ত্র’ হয়ে উঠেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 12:51 PM
Updated : 16 Jan 2019, 12:51 PM

সৌদি আরবের জেদ্দায় বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় ইতালিয়ান সুপার কাপের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড একার করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে ইউভেন্তুস ও এসি মিলান। এখন পর্যন্ত সমান সাতবার করে প্রতিযোগিতাটির শিরোপা ঘরে তুলেছে দল দুটি।

গত বছরের জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর থেকে দারুণ ছন্দে আছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলে ২৫ ম্যাচে ১৫ গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। বয়স যত বাড়ছে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ততই ধারালো হচ্ছেন বলে মনে করেন গাত্তুসো।

“আমি মনে করি, গত সাত বা আট বছরে ক্রিস্তিয়ানো অবিশ্বাস্য এক খেলোয়াড় হয়ে উঠেছে।”

“সে গোল করতে চায়। আর আপনাকে কঠিন মুহূর্ত দিতে এবং বল জালে জড়াতে চায়। গত সাত বা আট বছরে সে বদলে গেছে। এখন সে এক নিখুঁত যন্ত্র। বয়স যত বাড়ছে, তার গতি তত বাড়ছে।”