অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই মারের বিদায়

স্পেনের রবের্তো বাউতিস্তার বিপক্ষে প্রথম দুই সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন অ্যান্ডি মারে। কিন্তু পাঁচ সেটে গড়ানো লড়াইয়ে শেষটা সুখকর হয়নি ব্রিটিশ তারকার। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 07:08 PM
Updated : 14 Jan 2019, 07:25 PM

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সোমবার প্রথম রাউন্ডের ম্যাচটি ৬-৪, ৬-৪, ৬-৭, ৬-৭, ৬-২ গেমে হারেন এই প্রতিযোগিতায় পাঁচবারের রানার্সআপ মারে।

চোট সমস্যায় জর্জরিত দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন মারে গত শুক্রবার চলতি বছরেই অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এই হারের পর বললেন তেমনটাই।

“এটা যদি আমার শেষ ম্যাচ হয় তাহলে শেষটা দারুণভাবে হলো। আমি আমার সবটুকু দিয়েছি-তবে তা যথেষ্ট ছিল না।”

পরে অবশ্য আবারও ঘুরে দাঁড়ানোর আশাবাদ প্রকাশ করেন ২০১২ সালের ইউএস ওপেন এবং ২০১৩ ও ২০১৬ সালের উইম্বলডন জয়ী মারে।

সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল।

রাশিয়ার দেনিস ইস্তোমিনকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারান এখানে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ও মোট রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। আর অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হারান দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।

মেয়েদের এককে সরাসরি সেটে জিতে পরের রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই জার্মানির আঞ্জেলিক কেরবার, তৃতীয় বাছাই ডেনমার্কের কারোলিন ওজনিয়াকি, রাশিয়ার মারিয়া শারাপোভা।