হাতের আঙুল ভেঙেছে বেনজেমার

রিয়াল বেতিসের মাঠ থেকে লা লিগায় বছরের প্রথম জয় নিয়ে ফেরার সময়ে একটি দুঃসংবাদ সঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদের। হাতের আঙুল ভেঙে গেছে ম্যাচে চোট পাওয়া ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 10:06 AM
Updated : 14 Jan 2019, 10:07 AM

ম্যাচের পর দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন দলটির কোচ সান্তিয়াগো সোলারি। তবে বেনজেমার সেরে উঠতে কতটা সময় লাগবে তা জানাননি তিনি।

স্পেনের শীর্ষ লিগে রোববার ২-১ গোলে জেতে মাদ্রিদের ক্লাবটি। লুকা মদ্রিচের গোলে রিয়াল শুরুতে এগিয়ে যাওয়ার পর সমতা ফিরিয়েছিলেন সের্হিও কানালেস। শেষ দিকে দারুণ এক ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবাইয়োস।

প্রথমার্ধের যোগ করা সময়ে বেকায়দায় পড়ে গিয়ে ডান হাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন বেনজেমা। বিরতির পর আর মাঠে নামেননি তিনি।

আগে থেকেই চোটে পড়ে দলের বাইরে আছেন দুই ফরোয়ার্ড গ্যারেথ বেল ও মারিয়ানো দিয়াস। নতুন করে বেনজেমা চোটে পড়ায় আক্রমণভাগ সাজাতে বেশ বেগ পেতে হবে সোলারিকে। লা লিগায় ১৯ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল।

বুধবার নিজেদের পরের ম্যাচে কোপা দেল রেতে লেগানেসের মাঠে খেলবে সোলারির দল।