ইতিহাস গড়া মেসির প্রশংসায় বার্সা কোচ

ঘরের মাঠে এইবারের জালে বল পাঠিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে স্পেনের শীর্ষ লিগে ৪০০ গোল করার কীর্তি গড়া লিওনেল মেসির প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2019, 09:55 AM
Updated : 14 Jan 2019, 10:14 AM

কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জেতে বার্সেলোনা। বিরতির আগে লুইস সুয়ারেস দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। চলতি লিগে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এই সময়ে মোট আটটি গোল করেন তিনি। আর আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার এটি ১৭তম গোল।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলে ৪০০ গোল করা দ্বিতীয় খেলোয়াড় মেসি। একমাত্র পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো (৪০৯) এর আগে এই কীর্তি গড়েছেন। ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এবং রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় খেলেছেন বর্তমানে সেরি আর দল ইউভেন্তুসের ফরোয়ার্ড রোনালদো। অন্যদিকে মেসির সব গোলই এসেছে বার্সেলোনার হয়ে লা লিগাতে। ৪০০ গোলের মাইলফলকে পৌঁছাতে রোনালদোর চেয়ে ৬৩ ম্যাচ কম খেলেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী মেসির অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করার ভাষা খুঁজে পাননি ভালভেরদে।

“মেসির পরিসংখ্যান আকাশ ছোঁয়া; এগুলো অবিশ্বাস্য।”

“শুধু গোলগুলো নয়, যেসব কীর্তি সে গড়েছে, তাতে মনে হয়, সে অন্য গ্যালাক্সি থেকে এসেছে।”