ম্যান ইউর জয়ের রাতে সুলশারের রেকর্ড

আক্রমণ, প্রতিআক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ে দারুণ কীর্তি গড়েছেন কোচ উলে গুনার সুলশারও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 06:37 PM
Updated : 13 Jan 2019, 07:40 PM

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে রোববার রাতে ১-০ গোলে জেতা ইউনাইটেড ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। লিগে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া টটেনহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

১৯৪৬-৪৭ মৌসুমে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে প্রথম পাঁচ ম্যাচে জয় পেয়েছিলেন ম্যাট বাসবি। জোসে মরিনিয়োর বিদায়ের পর চলতি মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সুলশার গত শনিবার এফএ কাপে রিডিংয়ের বিপক্ষে সহজ জয়ে বাসবির সেই কীর্তি ছুঁয়েছিলেন। টটেনহ্যামকে হারিয়ে ৭০ বছরের বেশি পুরানো রেকর্ড নিজের করে নিলেন নরওয়ের এই কোচ।

ওয়েম্বলি স্টেডিয়ামে আক্রমণ, প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচের নবম মিনিটে টটেনহ্যামের হ্যারি উইঙ্কস ছোট ডি বক্সের ভেতর থেকে দরকারি টোকা দিতে পারেননি। দুই মিনিট পর ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন ইউনাইটেডের জেসে লিনগার্ড।

অষ্টাদশ মিনিটে টবি আল্ডারভাইরেল্ডের ভুলে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে অঁতনি মার্সিয়ালের কাছের পোস্টে নেওয়া শট ফিরিয়ে টটেনহ্যামের ত্রাতা গোলরক্ষক উগো লরিস। ৩১তম মিনিটে টটেনহ্যামের হ্যারি কেইন গোলমুখ থেকে জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি।

৪৪তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ইউনাইটেড। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুল পাস থেকে পাওয়া বল পল পগবা লম্বা করে বাড়িয়েছিলেন মারকাস র‌্যাশফোর্ডের উদ্দেশে। দারুণভাবে বলের নিয়ন্ত্রণে নিয়ে ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের নেওয়া কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না টটেনহ্যাম। শুরুতেই গোলরক্ষক বরাবর শট নিয়ে সমর্থকদের হতাশা বাড়ান কেইন। একটু পর ডেলে আলির হেড ফিরিয়ে ইউনাইটেডকে এগিয়ে রাখেন দাভিদ দে হেয়া। ৫৯তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে কেইনের নেওয়া হেড ফেরান এই গোলরক্ষক।

৬৭তম মিনিটে টটেনহ্যামের সমতায় ফেরার আরেকটি দারুণ সুযোগ নষ্ট হয়। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলি এবার দে হেয়ার গায়ে মারেন। একটু পর কেইনের ফ্রি কিক ফেরান গোলরক্ষক। ৮৮তম মিনিটে ফের্নান্দো লরেন্তের দুর্বল শট সোজা জমে যায় দে হেয়ার গ্লাভসে। বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে লিগে দ্বাদশ জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।