ইসকোর একাদশে ফেরা অনিশ্চিত

বেশ কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা পাচ্ছেন না ইসকো। ফেরার লক্ষ্যে থাকা স্প্যানিশ এই মিডফিল্ডারকে তেমন কোনো আশার কথাও শোনালেন না দলটির কোচ সান্তিয়াগো সোলারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2019, 04:02 PM
Updated : 12 Jan 2019, 04:03 PM

গত বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে জেতে রিয়াল। চলতি বছরে এটাই স্পেনের সফলতম ক্লাবটির প্রথম জয়। এর আগে বছরের প্রথম ম্যাচে লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে ২-২ ড্রয়ের তিন দিন পর রিয়াল সোসিয়েদাদের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল সোলারির দল। তিনটি ম্যাচেই বদলি হিসেবে মাঠে নামেন ইসকো।

রোববার লিগে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় রিয়াল বেতিসের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচেও ইসকোকে শুরুর একাদশে খেলানোর কোনো আভাস দেননি সোলারি।

“অন্য সব খেলোয়াড় যারা অনুশীলন করছে, সে তাদের মতোই ভালো।”

“ইসকোকে উপদেশ দেওয়ার মতো আমি কেউ নই। সে অনেক বছর ধরে স্পেনের শীর্ষ পর্যায়ে খেলেছে। কি করতে হবে তা জানার মতো প্রয়োজনীয় অভিজ্ঞতা তার আছে।”

চলতি মৌসুমে বারবার খেই হারানো রিয়াল এ পর্যন্ত এবারের লিগে ছয়টি ম্যাচ হেরেছে। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪০।