প্রিমিয়ার লিগ শুরু ১৮ জানুয়ারি

প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হবে ১৮ জানুয়ারি। ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2019, 01:51 PM
Updated : 12 Jan 2019, 02:03 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির শনিবারের সভায় এই সিদ্ধান্ত হয়।

আগের সভায় ভেন্যু হিসেবে যোগ হয়েছিল ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম কিন্তু সেটি বাদ পড়েছে ফুটবলের জন্য প্রস্তুত নয় বলে।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম ও সিলেটের জেলা স্টেডিয়াম-এই ছয় ভেন্যুতে খেলা হবে।

লিগ দ্রুত শেষ করার জন্য সপ্তাহে চার দিন খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। কিন্তু সেটা হলেও লিগ শেষ হবে জুলাইয়ের দিকে; বর্ষা মৌসুমে। আগামী বছর বর্ষা মৌসুম এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

“এবারও আমাদের লক্ষ্য ছিল বর্ষা মৌসুমে যেন খেলাগুলো না পড়ে। কিন্তু আমরা নানা কারণে সেটা করতে পারিনি। আশা করি সামনের মৌসুম থেকে বর্ষা মৌসুম এড়িয়ে লিগ আয়োজন করতে পারব।”

এছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০১৮-১৯ এর খেলা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুর সিদ্ধান্তও হয়েছে লিগ কমিটির সভায়।