আমিয়াঁর বিপক্ষে অনিশ্চিত নেইমার-এমবাপে

ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে গ্যাঁগোর কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে আমিয়াঁর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ছন্দে ফেরার লক্ষ্য পিএসজির। তবে লিগ ওয়ানের এই ম্যাচে দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও নেইমারকে বিশ্রাম দিতে পারেন বলে জানিয়েছেন পিএসজির কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2019, 04:11 PM
Updated : 11 Jan 2019, 04:11 PM

বুধবার গ্যাঁগোর বিপক্ষে ঘরের মাঠে নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে দুটি গোল হজম করে ফরাসি লিগ কাপ থেকে বিদায় নেয় প্রতিযোগিতাটির টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। ওই ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মাথায় একটু আঘাত পেয়েছিলেন এমবাপে। তবে পুরোটা সময়ই অবশ্য খেলেছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি এই ফরোয়ার্ড।

শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় লিগ ওয়ানে পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে থাকা আমিয়াঁর মাঠে খেলতে নামবে শিরোপাধারীরা। ক্লান্ত এমবাপে ও নেইমারকে এই ম্যাচে বিশ্রাম দিতে পারেন বলে শুক্রবারের সংবাদ সম্মেলনে আভাস দেন টুখেল।

“নেইমার ও এমবাপের বিষয়ে, অনুশীলনের পর অবশ্যই আমরা দেখব যে তারা খেলবে কিনা। তাদের খেলা অনিশ্চিত।”

লিগে ১৭ ম্যাচে ১৫ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ৪৭ পয়েন্ট। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।