লেগানেসকে হারিয়ে শেষ আটের পথে রিয়াল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2019 04:32 AM BdST Updated: 10 Jan 2019 04:32 AM BdST
নতুন বছরে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেগানেসকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে স্পেনের সফলতম ক্লাবটি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে স্প্যানিশ কাপের ম্যাচটি ৩-০ গোলে জেতে সান্তিয়াগো সোলারির দল। লা লিগায় গত বৃহস্পতিবার ভিয়ারিয়ালের মাঠে ২-২ ড্রয়ের তিন দিন পর রিয়াল সোসিয়েদাদের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল রিয়াল।
এ বছরে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকা দলটির বুধবার রাতের শুরুর পারফরম্যান্সও ছিল হতাশাজনক। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারছিল না তারা। তবে ৪৪তম মিনিটে সের্হিও রামোসের স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় দলটি।

আর ৭৭তম মিনিটে ওদিওসোলার দূরের পোস্টে বাড়ানো ক্রসে দুর্দান্ত এক ভলিতে দলের তৃতীয় গোলটি করেন ভিনিসিউস।
আগামী বুধবার লেগানেসের মাঠে ফিরতি লেগ খেলতে যাবে লা লিগার পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)