আবারও আফ্রিকার বর্ষসেরা সালাহ

টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2019, 09:50 AM
Updated : 9 Jan 2019, 10:06 AM

মঙ্গলবার সেনেগালের রাজধানী ডাকারে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮ সালের সেরা ফুটবলারের পুরস্কার গ্রহণ করেন লিভারপুলের এই তারকা। সেরা হওয়ার পথে তিন জনের তালিকায় থাকা সেনেগালের সাদিও মানে ও গ্যাবনের পিয়েরে-এমেরিক আউবামেয়াংকে পেছনে ফেলেন সালাহ।

পুরস্কার হাতে উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, “ছোটবেলা থেকে এই পুরস্কার জয়ের স্বপ্ন দেখেছি আমি। আর এখন এটা আমি টানা দুবার জিতলাম।”

২০১৮ সালে লিভারপুল ও মিশরের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৪৪টি গোল করেন সালাহ। ২০১৭-১৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে করেছেন ১৩ গোল।