বার্সায় যোগ দিচ্ছেন ফরাসি ডিফেন্ডার তোলিবো

চলতি বছরের জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেবেন তরুণ ফরাসি ডিফেন্ডার জঁ-ক্লেয়ার তোলিবো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 04:24 PM
Updated : 8 Jan 2019, 04:24 PM

মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে চুক্তির তথ্য জানায় বার্সেলোনা। ৩০ জুন লিগ ওয়ানের দল তুলুজের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তোলিবোর। তাই জুলাইয়ের ১ তারিখে ফ্রি ট্রান্সফারে তাকে দলে টানবে লা লিগা চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে লিগ ওয়ানে ১০টি ম্যাচে তুলুজের শুরুর একাদশে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। এই আসরেই ক্লাবের মূল দলে অভিষেক হয়েছে তার। পেশাদার ক্যারিয়ারে এরই মধ্যে একটি গোলও করেছেন তোলিবো।

চুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই সেন্টার ব্যাক।

“২০১৯ সালের জুলাই থেকে বার্সেলোনাতে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে আমি খুব খুশি। বার্সেলোনা একটা ক্লাবের চেয়ে বেশি কিছু। আর আমার উপর ভরসা রাখার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।”

“ক্যারিয়ারের শুরুর দিকেই এটা নতুন একটা পর্যায় হবে। আর দারুণ কিছু অর্জনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

বর্তমান ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তোলিবো।

“জুলাই পর্যন্ত আমি তুলুজের একজন খেলোয়াড়। আর যত দিন চুক্তির আওতায় আছি, আমি আমার সতীর্থদের সাহায্য করতে প্রস্তুত।”

“তুলুজ আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছে।… আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।”