ম্যানচেস্টার সিটি থেকে রিয়ালে দিয়াস

ম্যানচেস্টার সিটি থেকে তরুণ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াসকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার সফলতম ক্লাবটিতে ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত খেলবেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 10:00 AM
Updated : 7 Jan 2019, 10:00 AM

১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে সাড়ে ছয় বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা রোববার নিজেদের ওয়েবসাইটে জানায় রিয়াল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিয়াসকে কিনতে দেড় কোটি ইউরো গুণতে হয়েছে স্পেনের সফলতম ক্লাবটিকে।

১৪ বছর বয়সে ২০১৩ সালে মালাগা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন দিয়াস। ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ লিগ কাপে সোয়ানসি সিটির বিপক্ষে ১৭ বছর ৪৯ দিন বয়সে ইংলিশ ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার।

স্পেনের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে খেলা দিয়াসকে সিটির পক্ষ থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়ার হয়েছিল। তবে ইএসপিএন-এর সুত্রমতে জানা গেছে, মূল দলে যথেষ্ট সুযোগ না পাওয়ায় হতাশ ছিলেন চলতি মৌসুমে লিগ কাপে তিনটি ও কমিউনিটি শিল্ড কাপে একটি ম্যাচে সুযোগ পাওয়া এই ফুটবলার।