বার্সা কোচ হিসেবে ভালভেরদেকে ধরে রাখতে চান পিকে

বার্সেলোনার কোচ হিসেবে এরনেস্তো ভালভেরদের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মধ্যেই তার প্রতি সমর্থন জানিয়েছেন কাতালান দলটির অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। আগামী মৌসুমেও ভালভেরদেকে ক্লাব কোচ হিসেবে পেতে চান স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 08:16 AM
Updated : 7 Jan 2019, 08:16 AM

চলতি মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে ৫৪ বছর বয়সী ভালভেরদের চুক্তি আছে বলে ধারণা করা হয়। তবে গত অক্টোবরে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ জানান, ২০২০ সালের আগে আতলেতিকো বিলবাওয়ের সাবেক এই কোচের চুক্তির মেয়াদ শেষ হবে না। অবশ্য ভালভেরদে ও বার্সেলোনা দুই পক্ষেরই সুযোগ আছে চুক্তির মেয়াদ এক বছর আগেই শেষ করার।

সম্প্রতি বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিযোগিতামূলক ফুটবলের অনিশ্চয়তা তুলে ধরে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন বলে জানান ভালভেরদে। গত বছরের মে মাসে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জেতান স্প্যানিশ এই কোচ।

রোববার লা লিগায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে গেতাফের মাঠে ২-১ ব্যবধানে বছরের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর ভালভেরদের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান পিকে।

“সিদ্ধান্তটা তিনিই নেবেন। আর তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থাকবে কারণ তিনি আমাদের কোচ।”

“আমরা খুব খুশি হব যদি তিনি বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর তিনি চমত্কার কাজ করছেন।”

“তিনি ক্লাবে নিরুদ্বেগ পরিস্থিতি তৈরি করেছেন। আর তিনি সাফল্যও এনে দিচ্ছেন। দেখিয়েছেন যে তার পদ্ধতিতে কাজ হয়।”

চলতি মৌসুমে লা লিগায় ১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪০ পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩।