হাসপাতাল ভর্তি হতে হয়েছিল মারাদোনাকে

পাকস্থলীতে রক্তক্ষরণজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিয়েগো মারাদোনাকে। পরে অবশ্য তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2019, 09:40 AM
Updated : 5 Jan 2019, 09:40 AM

নিজ দেশে ৫৮ বছর বয়সী সাবেক এই ফুটবলারের ‘রুটিন মেডিকেল চেকআপের’ সময় এই সমস্যা ধরে পড়ে। তবে তা খুব একটা গুরুতর নয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

মারাদোনার মেয়ে দালমা বলেন, “আমার বাবাকে নিয়ে সত্যিই যারা চিন্তিত ছিলেন তাদের উদ্দেশে বলছি যে তিনি ভালো আছেন। সে শিগগিরই বাড়ি ফিরবে।”

পরে রয়টার্স জানায়, মারাদোনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া মারাদোনা বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচ হিসেবে আছেন। জুন-জুলাইয়ে হওয়া রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জেতা ম্যাচের সময়ও অসুস্থ হয়ে পড়ায় মারাদোনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।