ভিয়ারিয়ালের মাঠে রিয়ালের হোঁচট

মৌসুম জুড়ে বারবার ছন্দ হারানো রিয়াল মাদ্রিদ লা লিগায় আবারও হোঁচট খেয়েছে। পয়েন্ট তালিকার নিচের দিকের দল ভিয়ারিয়ালের মাঠে শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে সান্তিয়াগো সোলারির দল।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 10:20 PM
Updated : 4 Jan 2019, 03:45 PM

স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় বৃহস্পতিবার রাতে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সান্তি কাসোরলার নৈপুণ্যে রিয়াল পিছিয়ে পড়ার পর করিম বেনজেমার গোলে সমতায় ফিরেছিল। রাফায়েল ভারানের গোলে এগিয়েও গিয়েছিল তারা; কিন্তু শেষদিকে আবারও গোল হজম করে বসে দলটি।

ক্লাব ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে মাঠে নামা রিয়ালকে ম্যাচের চতুর্থ মিনিটেই হতবাক করে দেয় অবনমন অঞ্চলের দলটি। সতীর্থের রক্ষণচেরা পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে দুর্দান্ত এক কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার কাসোরলা।

পাল্টা জবাব দিতে অবশ্য মোটেও দেরি করেনি অতিথিরা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের দারুণ এক ক্রস ছোট ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়ে অনায়াসে হেডে বল জালে জড়ান বেনজেমা। চলতি লিগে ফরাসি ফরোয়ার্ডের এটা সপ্তম গোল।

২০তম মিনিটে সেট পিসে এগিয়ে যায় রিয়াল। ডান দিক থেকে টনি ক্রসের ফ্রি-কিকে কোনাকুনি হেডে বল ঠিকানায় পাঠান ফরাসি ডিফেন্ডার ভারানে।

প্রথমার্ধে পায়ে কিছুটা ব্যথা পাওয়া গ্যারেথ বেলকে দ্বিতীয়ার্ধের শুরুতে তুলে নেন কোচ। বদলি নামান মিডফিল্ডার ইসকোকে। 

৮২তম মিনিটে কাসোরলার দ্বিতীয় গোলে লিগে টানা চতুর্থ জয়ের স্বপ্ন ভেঙে যায় রিয়ালের। বাঁ দিক থেকে আসা ক্রসে হেডে বল ঠিকানায় পাঠান তিনি।

১৭ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩২।