ইপিএলে নিজেদের সাফল্যকে বিস্ময়কর মানছেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে চলতি মৌসুমে লিগে নিজেদের সাফল্যকে বিস্ময়কর বলে মনে করছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 10:46 AM
Updated : 3 Jan 2019, 10:46 AM

২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আসরের একমাত্র অপরাজিত দল লিভারপুল। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে দুই দল। অক্টোবরে চলতি মৌসুমে প্রথম দেখায় অ্যানফিল্ডে দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়।

লিগে টানা নয় জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিটির মাঠে খেলতে নামবে ক্লপের দল। অন্যদিকে লিগে শেষ পাঁচ ম্যাচে গুয়ার্দিওলার দলের জয় মোটে দুটি। ব্রাজিলের গোলরক্ষক আলিসন, মিডফিল্ডার ফাবিনিয়ো ও গিনির মিডফিল্ডার নাবি কেইতাকে দলে টেনে চলতি মৌসুমে আগের চেয়ে শক্তিশালী হলেও ঘরোয়া ফুটবলে এমন দাপট প্রত্যাশার চেয়ে বেশি বলে স্কাই স্পোর্টসকে জানান ক্লপ।

“আমরা এই অবস্থায় আছি, এটা একটা বিস্ময়। সবাই বলেছিল যে আমরা ভালো। কিন্তু কেউই ভাবতে পারেনি যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এই ম্যাচের আগে আমরা সাত পয়েন্ট এগিয়ে থাকব।”

“ডিসেম্বরের শুরুতেও এটা ভাবা সম্ভব ছিল না। তখন আমরা সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে ছিলাম।”

“এখন, সত্যিই আমরা ভালো একটা মুহূর্তে আছি, এটা সত্য, কিন্তু আমাদের ম্যানচেস্টার সিটিতে যেতে হবে এবং আর্সেনাল ছাড়া অন্য সব বড় দলের বিপক্ষেও খেলতে হবে।”

সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে শেষ বার লিগের শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল। ২০১৫ সালে কোচ হয়ে আসার পর এখন পর্যন্ত দলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি ক্লপ। হেরেছেন তিনটি ফাইনালে।