স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে গোলশূন্য ড্র করা চেলসি ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ২০১৮ সাল শেষ করেছিল ব্লুজ খ্যাত দলটি।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি চেলসি। দ্বাদশ মিনিটে আলভারো মোরাতার হেড ও ২৩তম মিনিটে উইলিয়ানের শট ঠিকানা খুঁজে পায়নি। ৩৪তম মিনিটে আন্টোনিও রুডিগারের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি বেলজিয়ামের ফরোয়ার্ড এদেন আজার।
৫৮তম মিনিটে রস বার্কলির বাড়ানো বল লক্ষ্যে রাখতে পারেননি আজার। এরপর জর্জিনিয়োর শট, দাভিদ লুইসের হেডও লক্ষ্যভ্রষ্ট হলে স্বাগতিক সমর্থকদের হতাশা আরও বাড়ে। যোগ করা সময়ে সেস ফাব্রেগাসের বাড়ানো বল মার্কোস আলোনসো কাজে লাগাতে না পারলে চলতি লিগে পঞ্চম ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফেরা সাউথ্যাম্পটন ২১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।
২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। মঙ্গলবার রাতে কার্ডিফ সিটিকে ৩-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৪৭।
শনিবার ফুলহ্যামকে ৪-১ গোলে হারানো আর্সেনাল ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
বুধবারের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।