বার্সায় ভবিষ্যৎ অজানা ভালভেরদের

বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন কাতালান দলটির স্প্যানিশ কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 10:55 AM
Updated : 2 Jan 2019, 10:55 AM

চলতি মৌসুম শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে ৫৪ বছর বয়সী ভালভেরদের চুক্তি আছে বলে ধারণা করা হয়। তবে গত অক্টোবরে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ জানান, ২০২০ সালের আগে আতলেতিকো বিলবাওয়ের সাবেক এই কোচের চুক্তির মেয়াদ শেষ হবে না। অবশ্য ভালভেরদে ও বার্সেলোনা দুই পক্ষেরই সুযোগ আছে চুক্তির মেয়াদ এক বছর আগেই শেষ করার।

গত বছরের মে মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জেতানো ভালভেরদে বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিযোগিতামূলক ফুটবলের অনিশ্চয়তা তুলে ধরেন।

“আমি জানি না আগামী মৌসুমে আমি কি করব। প্রতিযোগিতামূলক ফুটবলে কে জানে? বিষয়গুলো কেমন তা আমরা সবাই জানি। আমি কখনোই দীর্ঘমেয়াদী চিন্তা করি না।”

“আমাদের জন্য দুই মাসই অনেক বড় একটা সময়। যদি আপনি একটা ম্যাচ জেতেন, সবাই খুশি। আর যদি হারেন, সবাই আপনার দিকে নজর দিবে।”

“আপনি যদি লিগটা না জেতেন, সবাই কোচের দিকে আঙ্গুল তোলে কারণ সংস্কৃতিটা এভাবেই গড়ে উঠেছে। আমি লক্ষ্যগুলো পূরণ করার চেষ্টা করি।… দেখাই যাক কি হয়।”