ব্যক্তিগত অর্জন নিয়ে মোহাবিষ্ট নই: রোনালদো

ব্যক্তিগত পুরস্কার প্রাপ্তির চেয়ে দলকে সাহায্য করাটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2019, 11:27 AM
Updated : 1 Jan 2019, 11:27 AM

২০১৮ সালে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারগুলির কোনোটিই হাতে তুলতে পারেননি রোনালদো। ব্যালন ডি’অর, ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ ও উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের তিনটি পুরস্কারই জিতেছেন রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয়ী লুকা মদ্রিচ।

তবে দলের সাফল্যে ভালোই অবদান রেখেছেন ৩৩ বছর বয়সী রোনালদো। জুলাইয়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার আগে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল তার। ২০১৮ সালে ক্লাব ও জাতীয় দল মিলে করেছেন ৪৯ গোল। এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েন।

চলতি মৌসুমে ইউভেন্তুসের হয়ে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ১৫ গোল করা রোনালদো মনে করেন, ব্যক্তিগত অর্জন নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই।

“আমি ব্যক্তিগত পুরস্কার নিয়ে মোহাবিষ্ট নই।”

“দলকে সাহায্য করাটা গুরুত্বপূর্ণ, সবসময়, আর তাতে করে অন্য সব অর্জন আপনা-আপনিই চলে আসে।”

“পুরস্কার জিতলে আমি খুশি হই, এটা আমি লুকাইনি। কিন্তু যদি আমি জিততে না পারি তাতে কিছু যায় আসে না।”