বড় জয়ে বছর শেষ ম্যান ইউয়ের
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2018 12:31 AM BdST Updated: 31 Dec 2018 12:41 AM BdST
পল পগবা করলেন জোড়া গোল। জালের দেখা পেলেন মারকাস র্যাশফোর্ড ও রোমেলু লুকাকু। ম্যাচ জুড়ে আধিপত্য করে এএফসি বোর্নমাউথকে ২০১৮ সালের নিজেদের শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ৪-১ গোলে জেতে ইউনাইটেড। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে নতুন বছর শুরু করবে তারা।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ডান দিক দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে র্যাশফোর্ডের বাড়ানো নিচু ক্রস থেকে পাওয়া বল নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন পল পগবা।
চতুর্দশ মিনিটে র্যাশফোর্ডের ভলি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ইউনাইটেড। আন্দের এররেরার বাড়ানো ক্রসে হেডে জাল খুঁজে নেন পগবা।
৪৩তম মিনিটে এররেরার বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন অতঁনি মার্সিয়াল। ফরাসি এই ফরোয়ার্ডের ক্রস থেকে পাওয়া বল জালে পৌঁছে স্কোরলাইন ৩-০ করেন র্যাশফোর্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে নাথান আকে হেডে ব্যবধান কমান।
৭২তম মিনিটে র্যাশফোর্ডের ক্রস থেকে ব্যবধান আরও বাড়ান বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকু। সাত মিনিট পর রায়ান ফ্রেসারকে ফাউল করে লালকার্ড দেখেন ইউনাইটেডের এরিক বেইলি। দলের শক্তি কমলেও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
রোববার ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরা চেলসি ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
সাউথ্যাম্পটনের মাঠে ৩-১ গোলে জেতা ম্যানচেস্টার সিটি ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
আগের দিন রবের্ত ফিরমিনোর হ্যাটট্রিকে অ্যানফিল্ডে আর্সেনালকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুল ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ২০১৯ সাল শুরু করবে। ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ৩-১ গোলে হারা টটেনহ্যাম হটস্পার ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল