লেস্টারের মাঠে হেরে গেল ম্যানচেস্টার সিটি

আগের ম্যাচে হারা ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়াতে পারেনি। বর্তমান চ্যাম্পিয়নরা হেরে গেছে লেস্টার সিটির কাছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2018, 05:45 PM
Updated : 28 Dec 2018, 04:36 PM

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বুধবার ২-১ গোলে জিতেছে লেস্টার।

প্রতিপক্ষের মাঠে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। সের্হিও আগুয়েরোর কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন বের্নার্দো সিলভা।

পাঁচ মিনিট পরেই সমতা ফেরায় লেস্টার। জেমি ভার্ডির ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান মার্ক অলব্রাইটন।

গোলের কোনো চেষ্টাই কাজে আসছিল ম্যানচেস্টার সিটির। নিজেদের রক্ষণ দৃঢ় করে মাঝে মাঝে প্রতি আক্রমণে ভীতি ছড়াচ্ছিল লেস্টার। তাদের চেষ্টাই সফল হয়। ৮১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রিকার্দো পেরেইরা। সেই গোল আর শোধ করতে পারেনি অতিথিরা।

৮৯তম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির ফ্যাবিয়ান ডেলফ।

লিগে শেষ চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া পেপ গুয়ার্দিওলার দল ৪৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লেস্টার।

বোর্নমাউথকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া টটেনহ্যাম হটস্পার ৪৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-০ গোলে হারানো লিভারপুল ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ করেছে বছর।

হাডার্সফিল্ড টাউনকে ঘরের মাঠে ৩-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ৩২ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।