‘অসাধারণ’ ম্যানসিটির হারের পেছনে ভাগ্যের দায় দেখছেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার চাপ নয় বরং ভাগ্যকে পাশে না পাওয়ায় ম্যানচেস্টার সিটি লিগের শেষ তিন ম্যাচে দুই হারের মুখ দেখেছে বলে মনে করেন শিরোপা লড়াইয়ে থাকা লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 03:13 PM
Updated : 24 Dec 2018, 03:14 PM

চলতি মৌসুমের শুরু থেকেই প্রায় সমান তালে ছুটছে লিভারপুল ও সিটি। প্রথম ১৫ ম্যাচে হারের মুখ দেখেনি কোনো দলই। ষোড়শ রাউন্ডে চেলসির মাঠে প্রথম হারের মুখ দেখে পেপ গুয়ার্দিওলার দল। পরের ম্যাচে এভারটনকে হারিয়ে জয়ের পথে ফেরা বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার আবারও হারে পয়েন্ট তালিকার নিচের দিকের দল ক্রিস্টাল প্যালেসের কাছে।

অন্যদিকে নিজেদের শেষ দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে দাপুটে জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আসরের একমাত্র অপরাজিত দল লিভারপুল।

লিগে সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য সিটি খেলোয়াড়দের দুষতে রাজি নন ক্লপ। বুধবার ঘরের মাঠে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বলেন, “তাদের খেলা ম্যাচ দুটি আপনারা দেখেছেন? তারা অনেক চাপে ছিল, এমনটা মনে হয়নি। ম্যাচগুলোতে তারা অসাধারণ খেলেছে।”

“আপনি যদি চেলসির বিপক্ষে আপনার পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারেন, আপনি হারতেই পারেন। ম্যাচটাতে সিটিই তুলনামূলক ভালো খেলেছিল।”

“ক্রিস্টাল প্যালেস অসামান্য একটা ম্যাচ খেলেছে এবং অসাধারণ সব গোল করেছে। যা সবসময় জীবনকে অস্বস্তিকর করে তোলে।”

এই হারের জন্য সিটিকে পিছিয়ে রাখতে রাজি নন জার্মান এই কোচ।

“সত্যিকার অর্থে এর কোনো মানে নেই। ফুটবল ম্যাচ জেতা কঠিন, কখনো এটা কাজে দেয় আবার কখনো দেয় না।”

“ম্যাচ দুটিতে তারা সামান্য দুর্ভাগা ছিল। আর মাঝে মাঝে এমনটা হয়।”

৩ জানুয়ারি সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলবে লিভারপুল। অক্টোবরে চলতি মৌসুমে প্রথম দেখায় অ্যানফিল্ডে দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়।

১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে লিভারপুলের সংগ্রহ ৪৮ পয়েন্ট। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪২।