রিয়ালে শূন্যতা পূরণে সতীর্থদের এগিয়ে আসতে বললেন কোর্তোয়া

রিয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব অপূরণীয় বলে মনে করেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া। সব প্রতিযোগিতায় ক্লাবের সর্বকালের সেরা গোলদাতার শূন্যতা পূরণে সতীর্থদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2018, 11:26 AM
Updated : 23 Dec 2018, 11:33 AM

এ বছরের জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেন রোনালদো। মাদ্রিদে কাটানো নয় বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ জেতেন অসংখ্য শিরোপা। সব প্রতিযোগিতা মিলে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার করেন ক্লাবের ইতিহাসে রেকর্ড ৪৫০ গোল।

রোনালদো চলে যাওয়ার পর শুরুতে আক্রমণভাগ নিয়ে ভালোই ভুগতে হয়েছে রিয়ালকে। চলতি মৌসুমে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড লুইস সুয়ারেসের মিলিত গোল এ পর্যন্ত আসরে রিয়ালের করা মোট গোলের চেয়ে দুটি বেশি। অক্টোবরে ছাঁটাই হওয়া হুলেন লোপেতেগির জায়গায় দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারির অধীনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তৃতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়ে সোলারির দল। একই সঙ্গে প্রতিযোগিতায় তিনবার চ্যাম্পিয়ন হওয়া বার্সেলোনাকে পেছনে ফেলে সর্বোচ্চ চারবার শিরোপাটি জয়ের রেকর্ডও করে তারা।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ ১১টি গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করেছেন ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। ৩৩ বছর বয়সী রোনালদোর শূন্যতা পূরণে সতীর্থদের উজ্জীবিত পারফরম্যান্স চান কোর্তোয়া।

“ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা অপূরণীয়। সে যা করেছে, আপনি তা ভুলে যেতে পারেন না।”

“কিন্তু সে আর এখানে নেই। তাই এখন অন্য খেলোয়াড়দের সময় সেভাবে গোল করার যেমনটা রোনালদো করতো। ঠিক যেমনটা ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে বেল করল। আমরা যদি তা করতে পারি, দারুণ হবে।”

২৯ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট তালিকার চারে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ১১ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৩৭ পয়েন্ট। ৩ জানুয়ারি লিগে নিজেদের পরের ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে সোলারির দল।