রোমার বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন না রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2018 09:30 PM BdST Updated: 22 Dec 2018 04:05 PM BdST
সেরি আর গুরুত্বপূর্ণ ম্যাচে রোমার বিপক্ষে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্রাম পাচ্ছেন না বলে জানিয়েছেন ইউভেন্তুসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় ঘরের মাঠে রোমার মুখোমুখি হবে আল্লেগ্রির দল।
নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে রোনালদোর একমাত্র গোলে দারুণ এক জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী তারকাকে বিশ্রাম দেওয়ার কথা জানান আল্লেগ্রি। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ইউভেন্তুসের ১৬টি ম্যাচের ১৫টিতেই পুরো ৯০ মিনিট করে খেলেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
আসরে গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে শীর্ষে থাকা জেনোয়ার খ্রিস্টোফ পিওনটেকের ঠিক পরেই আছেন রোনালদো।
চলতি বছর অবশিষ্ট দুই লিগ ম্যাচের একটিতে আতালান্তা বা সাম্পদোরিয়ার বিপক্ষে রোনালদোকে বিশ্রাম দেবেন বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানান আল্লেগ্রি।
“রোনালদো আগামীকাল (শনিবার) খেলবে। আর পরের দুই ম্যাচের একটাতে সে বিশ্রামে থাকবে।”
লিগে ১৬ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইউভেন্তুসের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দুইয়ে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে প্রতিযোগিতার টানা সাতবারের চ্যাম্পিয়নরা।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- পদ্মা সেতু: এক নজরে
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)