ম্যান সিটিতে কঠিন লড়াইয়ে জেসুস

দলে দারুণ সব খেলোয়াড় থাকায় চলতি মৌসুমে একাদশে জায়গা পেতে ম্যানচেস্টার সিটিতে কঠিন লড়াই করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 04:29 PM
Updated : 16 Dec 2018, 04:29 PM

শনিবার ঘরের মাঠে এভারটনকে ৩-১ গোলে হারায় সিটি। জোড়া গোল করে তাতে বড় অবদান রাখেন জেসুস। ২২তম মিনিটে কোনাকুনি শটে দলকে প্রথম গোলটি এনে দেন ২১ বছর বয়সী এই তরুণ। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোরালো হেডে।

এ দিন লিগে ১১ ম্যাচ ও ৪৮৭ মিনিট পর জালের দেখা পান জেসুস। গত ১৯ অগাস্ট হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৬-১ ব্যবধানের জয়ে শেষবার গোল করেছিলেন তিনি।

লিগে নিজেদের শেষ সাত ম্যাচের চারটিতেই শুরুর একাদশে জায়গা পাননি জেসুস। ছন্দে আছেন এ পর্যন্ত চলতি লিগে দ্বিতীয় সর্বোচ্চ ৯ গোল করা রাহিম স্টার্লিং ও ৬ গোল করা লেরয় সানে। কুঁচকির চোটে দলের বাইরে থাকা সের্হিও আগুয়েরো ফিট হয়ে উঠলে লড়াই আরও কঠিন হবে। এ পর্যন্ত ৮ গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে কঠিন সময় কাটছে বলে এভারটনের বিপক্ষে ম্যাচের পর জানান জেসুস।

“এই মৌসুম আমার জন্য কঠিন। দারুণ সব খেলোয়াড় নিয়ে ক্লাব আরও শক্তিশালী হয়েছে।”

“এই ম্যাচ ও জয় নিয়ে আমি খুব খুশি। আমাদের অনেক জিততে হবে। ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। তবে আমরা খুব ভালো খেললাম। আর ম্যাচটা জিতলাম।”