ডাচদের হারিয়ে প্রথমবারের মতো হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়াম

প্রথমবারের মতো ছেলেদের হকি বিশ্বকাপের ফাইনালে উঠেই বাজিমাত করল বেলজিয়াম। তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শিরোপা উৎসব করেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 04:14 PM
Updated : 16 Dec 2018, 04:14 PM

ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে রোববার শুটআউটে ৩-২ গোলে জিতে ষষ্ঠ দেশ হিসেবে শিরোপা জয় করলো বেলজিয়াম।

২০১৪ সালের আসরে পঞ্চম হওয়াই ছিল বেলজিয়ামের আগের সেরা সাফল্য।

প্রথম কোয়ার্টারে বেলজিয়ামের চেয়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তবে বেলজিয়ামের একটি ও নেদারল্যান্ডসের দুটি শট ঠিকানা খুঁজে পায়নি। দুই দলের কেউ এ অর্ধে পায়নি পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক।

দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণে এগিয়ে ছিল ১৯৯৮ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা নেদারল্যান্ডস। কিন্তু দুটি পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আসা ডাচরা।

পরের দুই কোয়ার্টারে প্রায় সমানে সমান লড়াই করে নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে নিয়ে যায় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারানো বেলজিয়াম। সেখানেই বাজিমাত করে প্রথমবারের মতো শিরোপা জিতে দলটি।

রোববার আগের ম্যাচে ইংল্যান্ডকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়েছে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।