তোরিনোকে হারানোর চাপ অনুভব করছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2018 07:53 PM BdST Updated: 14 Dec 2018 07:53 PM BdST
নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর কাছে সমর্থকরা কোনোভাবেই হারতে পছন্দ করে না বলে কিছুটা চাপ অনুভব করছেন ইউভেন্তুসের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
সেরি আয় শনিবার বাংলাদেশ সময় রাত দেড়টায় তোরিনোর মুখোমুখি হবে ইউভেন্তুস। চলতি মৌসুমে লিগে এখনও অপরাজিত মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ১৪ জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।
লিগে নিজেদের শেষ ম্যাচে মারিও মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের প্রথম ১৫ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড স্পর্শ করে ইউভেন্তুস। তোরিনোকে হারাতে পারলে প্রথম ১৬ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি নিজেদের করে নেবে সেরি আর সফলতম ক্লাবটি।
ইন্টারের বিপক্ষে জয়ের পর তোরিনোর বিপক্ষেও সমর্থকদের জয় উপহার দিতে চান বলে তুত্তোস্পোর্তকে জানান রোনালদো।
“আমি বুঝতে পেরেছি যে ইউভেন্তুস সমর্থকরা দুটি ম্যাচ হারতে চায় না: ইন্টার ও তোরিনোর বিপক্ষে।”
“হার সবসময় খারাপ, আমি এটা পছন্দ করি না। ডার্বি (নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ) সবসময় দারুণ উপলক্ষ। আমাদের জিততেই হবে।”
“আমি শান্ত আছি কারণ এই দলের সম্ভাবনা সম্পর্কে আমি জানি। আমাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।”
ইতালিতে আসার পর থেকে দারুণ ছন্দে আছেন ৩৩ বছর বয়সী রোনালদো। এ পর্যন্ত ২০ ম্যাচে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার করেছেন ১১ গোল।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে