দেম্বেলের খেলায় উন্নতির জায়গা দেখছেন আলবা

উসমান দেম্বেলেকে নিয়ে বার্সেলোনা দলের সবাই খুশি বলে জানিয়েছেন তার সতীর্থ জর্দি আলবা। তরুণ ফরাসি ফরোয়ার্ডের উন্নতি করার জায়গা আছে বলেও মনে করেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2018, 11:03 AM
Updated : 14 Dec 2018, 11:03 AM

২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে কাম্প নউয়ে পাড়ি জমানোর পর থেকে দেম্বেলের আচরণ অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গের কারণে তার ওপর নাকি বিরক্ত ছিল দল। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দারুণ এক গোলে নজর কাড়েন ২১ বছর বয়সী এই উইঙ্গার।

তবে আলবার কথায় মনে হচ্ছে, দেম্বেলেকে নিয়ে দলের কারোরই কোনো সমস্যা নেই।

“সে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে তরুণ। কিন্তু ড্রেসিংরুমে আমাদের কখনোই কোনো সমস্যা ছিল না। মূল কথা হলো, সে ভাল খেলছে।”

“মাঠে তার খেলার উন্নতি হতে পারে। কিন্তু আমরা তাকে নিয়ে খুশি।”

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২০ ম্যাচে নয় গোল করার পাশাপাশি সতীর্থদের পাঁচটি গোলে অবদান রেখেছেন দেম্বেলে। রোববার নিজেদের পরের ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।