সাইফকে হারিয়ে সেমিতে আবাহনী

দ্বিতীয়ার্ধে পাওয়া গোলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 01:19 PM
Updated : 13 Dec 2018, 01:19 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জেতে গত ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন আবাহনী।

ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যেতে পারত প্রতিযোগিতার ২০১৬ সালের রানার্সআপ আবাহনী। কিন্তু দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড মিনহিয়োক কোর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৩৩তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার ভলি ফেরানোর পর বাঁ দিক দিয়ে প্রতিআক্রমণে ওঠে সাইফ। কিন্তু সতীর্থের ক্রসে পা ছোঁয়াতে পারেননি নবাগত দল সাইফ স্পোর্টিংয়ের মিডফিল্ডার জাফর ইকবাল।

দ্বিতীয়ার্ধেও সাইফের রক্ষণে চাপ ধরে রাখে আবাহনী। ৬৪তম মিনিটে ওয়ালী ফয়সালের ফ্রি কিকে কেরভেন্স ফিলস বেলফোর্টের হেড গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর সানডের ফিরতি শট ফিরে আসে এক ডিফেন্ডারের গায়ে লেগে।

৭৩তম মিনিটে বেলফোর্টের ক্রসে মিডফিল্ডার জুয়েল রানার শট এক ডিফেন্ডার ফেরালে আবারও হতাশ হতে হয় ১৯৯০ সালে প্রথম এবং সর্বশেষ এই প্রতিযোগিতার শিরোপা জেতা আবাহনীকে।

দশ মিনিট পর কাঙিক্ষত গোলের দেখা পায় আবাহনী। সোহেল রানার ক্রসে সানডের হেড গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর ফিরতে শটে জাল খুঁজে নেন হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট। বাকিটা সময় এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে আসা আবাহনী।