চ্যাম্পিয়ন্স লিগের চমৎকার অধ্যায় শুরু: রোনালদো

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইয়াং বয়েজের কাছে অপ্রত্যাশিত হার নিয়ে ভাবতে রাজি নন ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। বরং চ্যাম্পিয়ন্স লিগের পরের ‘চমৎকার অধ্যায়ে’ দলের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী পর্তুগিজ এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 11:21 AM
Updated : 13 Dec 2018, 11:21 AM

প্রতিপক্ষের মাঠে বুধবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে ভালেন্সিয়ার মাঠে একই ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।

চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে ইউভেন্তুসের প্রথম হারের পর নকআউট পর্ব নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান ৩৩ বছর বয়সী রোনালদো।

“এখন চ্যাম্পিয়ন্স লিগের চমৎকার অধ্যায়টা শুরু হলো। আমি আত্মবিশ্বাসী যে আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। আমি শান্ত আছি কারণ এই দলের সম্ভাবনা ও আমার সক্ষমতা সম্পর্কে আমি জানি।”

“আমি সহজেই দুটি গোল করতে পারতাম। কিন্তু এটাই ফুটবল। আমাদের পরের ম্যাচে মনোযোগ দেওয়া শুরু করতে হবে।”

ছয় ম্যাচে চার জয়ে গ্রুপ সেরা হওয়া ইউভেন্তুসের পয়েন্ট ১২। তিন জয় ও এক ড্রয়ে রানার্সআপ জোসে মরিনিয়োর ইউনাইটেডের সংগ্রহ ১০ পয়েন্ট।