চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিতে শেখ রাসেল

শিরোপাধারী আরামবাগ ক্রীড়া সংঘের পর এবার স্বাধীনতা কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেলো গতবারের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীও। তাদের বিদায় করে সেমি-ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 12:49 PM
Updated : 12 Dec 2018, 01:29 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জেতে শেখ রাসেল। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ আরামবাগকে হারিয়ে সেরা চারে উঠে আসা ব্রাদার্স ইউনিয়ন।

৩৫তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় প্রতিযোগিতার ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল। বিশ্বনাথ ঘোষের ক্রসে এক সতীর্থ হেড করার পর জোরালো শটে জাল খুঁজে নেন উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। বিপলু আহমেদের ক্রস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে পেয়ে যান বাঁ দিকে থাকা রাফায়েল ওডোইন। ডি বক্সে ঢুকেই বাঁ পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দলটির নির্ভরযোগ্য ফরোয়ার্ড মোমোদু বাহ, মাগালান আওয়ালা কখনও উড়িয়ে মেরে, নয়তো আশরাফুল ইসলাম রানার হাতে বল তুলে দিয়ে সুযোগ নষ্ট করতে থাকেন।

৮৮তম মিনিটে মোনায়েম খান রাজুর ফ্রি কিক ফিস্ট করে কর্নারের বিনিময়ে রানা ফেরালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেরা আটে উঠে আসা চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফেরা গোলের দেখা পায়নি।