পার্থক্য গড়ে দেবে নেইমার, বিশ্বাস এমবাপের

রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছাতে সতীর্থ নেইমার বড় ভূমিকা রাখবেন বলে মনে করেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 04:10 PM
Updated : 11 Dec 2018, 04:10 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় রেড স্টার বেলগ্রেডের মাঠে  মুখোমুখি হবে দল দুটি। এ ম্যাচে জিতলে গ্রুপের অন্য দুই দল নাপোলি ও লিভারপুলের মধ্যকার ম্যাচের ফল যাই হোক না কেন শেষ ষোলোতে পা রাখবে টমাস টুখেলের দল।

গত ম্যাচে ঘরের মাঠে লিভারপুলকে ২-১ গোলে হারানো পিএসজি রেড স্টারের বিপক্ষে পুরো শক্তির আক্রমণভাগই পাচ্ছে। লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পাওয়া নেইমার স্ত্রাসবুরের বিপক্ষে বিশ্রামে থাকার পর দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম বলে বিশ্বাস করেন এমবাপে।

“নেইমারকে নিয়ে আমরা আরও ভালো দল হয়ে উঠি। আমরা একে অপরকে আরও ভালোভাবে জানি। দলে নেইমারের গুরুত্ব নিয়ে আমি বলতে পারি।”

“খুব বেশি দলে তার মতো দক্ষ খেলোয়াড় নেই। সে দলে থাকাটা আমাদের জন্য বিশাল একটি সম্পদ।”

 “রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে আমরা তার সব দক্ষতা দেখব। এটা সত্যি যে চোটের কারণে সে খুব বেশি অনুশীলন করেনি। কিন্তু তার মতো একজন খেলোয়াড়ের জন্য এটা কোনো সমস্যা নয়।”

পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।