বছর শেষে ‘রিয়াল নিয়ে’ সিদ্ধান্ত নেবেন আজার

আবারও রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন চেলসির ফরোয়ার্ড এদেন আজার। চলতি বছর শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান বেলজিয়ামের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 01:02 PM
Updated : 11 Dec 2018, 01:02 PM

চেলসির সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি রয়েছে আজারের। রাশিয়া বিশ্বকাপের পর জোর গুঞ্জন ওঠে, রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। সংবাদ মাধ্যমে একাধিকবার নিজেও সান্তিয়াগো বের্নাবেউয়ে পা রাখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য তা আর হয়নি। উল্টো ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেন লিলের সাবেক এই ফরোয়ার্ড।

কদিন আগে অবশ্য আজার জানান, চলতি মৌসুম শেষে ওই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে চান তিনি। সম্প্রতি ফ্রান্সের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আবারও তেমনটাই জানালেন রাশিয়া বিশ্বকাপে ৩ গোল করা এই ফরোয়ার্ড।

“আপনারা আমাকে জানেন, আমি সবসময় রিয়াল মাদ্রিদকে ভালোবেসেছি, এমনকি জিদান আসার আগেও। আমরা দেখব কি ঘটে।”

“যেমনটা আমি বলেছি, বছরটা আমি চেলসিতে শেষ করব। আমার এখনও এক বছরের চুক্তি আছে। এই বছরের পর আমরা দেখব।”

চলতি মৌসুমে বেশ ভালো ছন্দে আছেন আজার। সব ধরনের প্রতিযোগিতা মিলে এ পর্যন্ত করেছেন আট গোল। ক্যারিয়ার শেষে কোনো অনুশোচনা রাখতে চান না ২০১২ সালে ফরাসি ক্লাব লিলে থেকে চেলসিতে আসা এই উইঙ্গার।

“পরিবার লন্ডনে রয়েছে। আমার বয়স ২৮ হবে। ক্যারিয়ার শেষে আমি কোনো অনুশোচনা করতে চাই না।”

“আমি সিদ্ধান্তটা নেব। তবে কখন আমি জানি না। কিন্তু আমি এটা নেব।”