খেলোয়াড়দের দৃঢ়তায় মুগ্ধ রিয়াল কোচ

হুয়েস্কার মাঠে কঠিন পরিবেশে জয় তুলে নিতে খেলোয়াড়রা যে চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে তাতে ভীষণ খুশি রিয়াল মাদ্রিদের কোচ সান্তিয়াগো সোলারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 10:42 AM
Updated : 10 Dec 2018, 10:42 AM

প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা হুয়েস্কাকে রোববার ১-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের অষ্টম মিনিটে কোনাকুনি ভলিতে একমাত্র গোলটি করেন ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেল। গোল শোধ করতে না পারলেও ম্যাচ জুড়ে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তায়ার কঠিন পরীক্ষা নেয় স্বাগতিকরা।

মাঠে তীব্র বাতাস থাকায় কন্ডিশনের সঙ্গেও লড়তে হয় অতিথিদের। কঠিন পরিস্থিতিতে জেতায় খেলোয়াড়দের দৃঢ়তাকেই কৃতিত্ব দিচ্ছেন সোলারি।

“কিছু ম্যাচ এমন হতে পারে। আর সেগুলোকে সফলভাবে পার করাটা চারিত্রিক দৃঢ়তার পরীক্ষা।”

“মাঠে তারা সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছে। যখন আমাদের গোল করতেই হতো, তখন আমরা গোল করেছি। আমরা রক্ষণ ভালোভাবে সামলেছি।”

“স্থানীয়দের জন্য অনুকূল পরিবেশে খেলাটা অতিথিদের জন্য খুব কঠিন। আর এতেই চারিত্রিক দৃঢ়তার পরিচয় মেলে।”

১৫ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২৬।

শনিবার লিওনেল মেসির জোড়া গোলে এস্পানিওলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সেভিয়া ২৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।